নব জোয়ার
শ্রী সজীব চন্দ্র খাসকেল
নব জোয়ারের ঢেউ নেমেছে ধরায় বাঁধিবে কে তাকে
সে সহিতে পারে সকল দুঃখ বেদনা যতই বাঁধা আসুক তাতে।
নব নব সৃষ্টি আর নব জোয়ারের ঢেউ
আলোকিত করছে পৃথিবী, টেনে টেনে ধরছে আবার কেউ।
যারা সমাজের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ঘুনে পোকা
ভিতর টাকে ছিদ্র করে করে সাজে যেন কচি খোকা।
তারা জ্ঞানী গুনী বুঝেও আবার না বুঝিবার ভান ধরে
ছদ্মবেশী নরপশু এরা নিজ স্বার্থের টান টানে।
এরা রহিত করিতে চায় এ দুরন্ত পথ চলা
নব জোয়ারের ঢেউ দিচ্ছে এদের বিদায়ের বার্তা সারাবেলা।
তারা এতে শঙ্কিত নয় তারা একটি সঙ্গ বদ্ধ চক্র
অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করাই এদের মূল মন্ত্র
নব জোয়ারের পথে পথে হও আগুয়ান
আর নয় ঘুমিয়ে স্বপ্ন দেখা হও কর্তব্য পরায়ন।
নব নব সৃষ্টি আর নব জোয়ারের ঢেউ
শান্তির বার্তা পৌঁছে দিবে রহিতে পারবেনা কেউ।