মায়াজাল
..........লেখকঃশ্রী সজীব চন্দ্র খাসকেল


:- ক্লান্ত হইও না মন
দৌড়া সারাজীবন,
আঁকাবাকা সুরু পথে,
কোথায় হয়তো এসে মিলে যাবে,
ঘুরে যাবে জীবনের চাকা।

আমি হয়তো নই
ওই পথের যাত্রী,
আমায় হয়তো মিলাবে,
এ বেলায় নয় শেষ বেলায়,
জীবনের অন্তীম সন্ধিক্ষণে।

অন্তীম ক্ষনে বিয়োগান্তক পদ যাত্রা
যাহা ইচ্ছে হয় না কারো,
তবুও মেনে নিতে হয় বাস্তবতা,
ভোগবিলাসীতা ছাড়ো।

যতই আসা করো
সঙ্গে নিবে স্বর্ন প্রাসাদ,
তোমার রাবনালয়,
সবই তো তুচ্ছ জ্ঞানে,
ফেলে যেতে হয়।

সুঠাম দেহ থাকিতে মন
তুমি করছো কত বাহানা,
দিনের পরে দিন গেলো,
রাতের পরে রাত গেলো,
অন্তীম ক্ষন আসলে পরে,
করো মিথ্যা সাধনা।

বলি বাছা তুমি তার,
সুযোগ কখনো পাবে না।

এ জন্ম নেয়া মায়ার শহরে
তুমি আটকে গেছো,
সংসার মায়াজালে,
যে সৃষ্টি কর্তা গড়ে দিল সুন্দর দেহ,
তাকে ঠকিয়েছো তিলে তিলে।

যায় না মুছে ফেলা
যত করো তোমার কর্ম,
চিত্র গুপ্ত বসে বসে লিখছেন ,  
তুমি কেমন করেছো ধর্ম।

ফাঁকি দেয়া যায় এখানে
সবই যেন লিপিবদ্ধ থাকে,
ভয় পেয়ে নয় ভালোবেসে,
কর্ম করো ধর্ম যাহা আছে।


(আমি ঠিক জানিনা কিভাবে কবিতা লিখতে হয়, আর আমার লেখা গুলো কবিতার পর্যায়ে পরে কিনা,একটু ভালো লাগা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা,আমার ভালোবাসা নিবেন🥰🙏)