লজ্জাবতী লতা
......শ্রী সজীব চন্দ্র খাসকেল.....


ওহে লজ্জাবতী লতা আমি ভুলিনা তোমার করুনার কথা
তোমার ওই যে চোখে আমি দেখেছি পদ্মা,মেঘনা,যমুনা
তুমি বলেছিলে শত বাঁধা আসলেও আমি অন্য কারো হবোনা,
আমার সেই চোখ আজ তোমার স্মৃতি  ভুলতে পারেনা।
যে চোখ তোমায় নিয়ে স্বপ্ন দেখতো ঘুরবে তেপান্তর
সেই চোখে আজ বিরহ জাগে তোমার নেইকো খোঁজ।

ওহে লজ্জাবতী লতা আমি ভুলিনা তোমার করুনার কথা
তুমি ছিলে আমার কাছে পূজার তুলসি আরও রজনীগন্ধা
তোমার ভালোবাসা আমি পবিত্র ভেবেছিলাম,
তাইতো তোমায় ভালোবেসে গেছি আমি সকাল সন্ধ্যা।

ওহে লজ্জাবতী লতা আমি ভুলিনা তোমার করুনার কথা
আমার নিঃশ্বার্থ ভালোবাসায় তুমি দিয়ে গেছো শুধু ব্যথা।
যেদিন সূর্য উঠত গগনে আর মেঘে ঢাকা পরে থাকতো
সেদিন তোমার ওই মায়াবী হাসিতে এ হৃদয়ের মেঘ দূরবিত হতো।


ওহে লজ্জাবতী লতা আমি ভুলিনা তোমার করুনার কথা
প্রথম যেদিন দেখেছিলাম তোমায় সেদিন থেকেই ভালোবেসে ছিলাম
নিজেকে হারিয়ে আমি তোমার মাঝে আমি নিজেকে খুঁজে ছিলাম।
কিন্তু তুমি ভালোবাসার নামে করলে শুধু প্রহসন
তোমার স্মৃতি আর তোমার মিথ্যা ভালোবাসা আমায় করে আজও জ্বালাতন।

ওহে লজ্জাবতী লতা আমি ভুলিনা তোমার করুনার কথা
যেদিন বাগানের সব ফুলেরা ধর্মঘট ঢাকতো
সেদিনও গোলাপ তোমায় নিঃশ্বার্থ ভাবে নিজেকে সঁপে দিত।
তবুও তুমি তার প্রেম হয়নি বেকুল,কারন তুমি ছিলে মাকালের ফুল
আসলে আমি তোমায় ভালোবেসে করেছি মস্তবড় ভুল।