খোলা চিঠি
শ্রী সজীব চন্দ্র খাসকেল
তুমি এক বসন্তে এসেছিলে ধরায়
দিয়েছিলে দেখা অজান্তেই আমায়।
তোমার ওই দেখা আজও কত শত স্মৃতি
মনে পরে তবু পুরনো হচ্ছে না এই গালিচায়।
আমার এই নিশীথ কোমল হৃদয়
আজো কেঁদে বেড়ায়
শুধু একটি বার তোমায় দেখার অপেক্ষায়।
জানি আর কোন দিন হইবে না দেখা
শুনবে না তুমি আর এই হৃদয় যন্ত্রণার আছে যত কথা।
তুমি হয়তো ভুলে গেছো আমায় অন্য কারো মোহ মায়ায় পরে
ভুলে গেছো সেই নব্বই দশকের করা
একসাথে বাকী টা পথ চলার সেই প্রতিজ্ঞা কৃত স্মৃতি।
আমি ভুলিনি আজ তা মনে পরে তবু,
ওই নীল আকাশের দিকে তাকালে রং ধনুর ওই সাত রং যেন তোমার রুপের কাছে তুচ্ছ মনে হয়।
মাঝে মাঝে মনে পরে তোমায় তবু খুঁজিয়া নাহি পাই
আমি ওই রংধনুতেই তোমার প্রতিচ্ছবি দেখিয়া
হাজার বছরের ভালোবাসার স্বাদ নিতে চাই।
তাইতো তোমায় নিয়ে আজ লেখা আমার এই খোলা চিঠি
তুমি পড়ে নিও মিলিয়ে নিও হৃদয় দিয়ে বুঝে নিও
আমি তোমারি ছিলাম তোমারি আছি পুরোটাই।