খাঁটি কথা বলি
শ্রী সজীব চন্দ্র খাসকেল


আমি এক স্বাধীন চিত্তের  মানুষ
কারো দুঃখে উড়াই না খুশির ফানুস।

খাঁটি কথা বলি, অন্যর দেখানো পথে আমি নাহি চলি।

ভাবিনা অন্যর চিন্তা নিয়ে, যা ভাবছে ভাবুক সে  
অন্যর সাথে লড়াই করে সময় ক্ষেপণ করেই বা কে।

সময়ের কিছু অসঙ্গতি বলতে আমি চাই
কিছু কিছু নিয়ম নীতি ভালো লাগে না ভাই।

রহিম চাচার ছোট্ট মেয়ে বয়স হলো আট
পাত্র তখন হুক্কা টানে বয়স সবে ষাট।

বিয়ে দিল বাচ্চা হলো বয়স হলো বারো
পণের টাকা শোধ না দিতে মেয়েটির পরান নিয়ে নিল।

প্রশ্ন জাগে মনে, এই সমাজের নারীরা এতো বোঝা কেনে?
সে খায় বেশি নাকি পরে বেশি
তবে কেন তার প্রতি বিদ্বেষ?

নারীর প্রতি কালো ছায়া ছড়িয়াছে নর পিশেচ।
রুদ্ধ কন্ঠ জাগবে যেদিন,সেদিন দূর হবে কালো ছায়া
অহংকারী না হয়ে বিনয়ী হও বেড়ে যাবে ভালোবাসার মায়া।

খাঁটি কথা বলি, হও যদি নারী তুমি হও যদি পুরুষ
ভালোবাসা আর সম্মান দিও হও যদি প্রকৃত মানুষ।