কল্পনার শহর
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
মেঘের কান্না ভেজা মুখ আমার খুব পরিচিত সুখ
যার সাথে আমার প্রতি রাতেই দেখা হয়।
সে কাঁদে ক্ষনে ক্ষনে সময়ের আবর্তনে,
তবুও তার শব্দ শুনতে পাই
যার জন্য এ মন কাঁদে প্রতিক্ষনে নির্বিত স্বরে ফেটে যায় যেন এ হৃদয়।
মোট কথা আমি তার প্রেমে পড়ে গেছি
যাকে একবার দেখার জন্য চেয়ে থাকি আকাশ পানে
যার কন্ঠে মৃদু মৃদু আওয়াজ শুনে উৎফুল্ল হয় এ হৃদয়।
সে আসবে রানীর বেশে ভালো বাসবে আমায় হেঁসে
বেলীফুলের মালা গুঁজে দিব তার কেশে।
কাজল কালো চোখ যেন তার হরিণী চোখের বাহার
রূপে গুনে সে দেবী অন্নপূর্ণা চোখ ফিরনে যতই চেষ্টা করি ভুলিবার।
সে মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক স্বর্গের পরী
আমার কল্পিত কাহিনীতে এ হৃদয় জুড়ে শুধু তার আরাধনা করি।