জানতে ইচ্ছে করে
শ্রী সজীব চন্দ্র খাসকেল
খুব জানতে ইচ্ছে করে, সে কি ভালোবাসে আমায়
সে কি লিখছে কোন চিঠি গুনছে অপেক্ষার প্রহর।
সে কি অনুভব করে আমার শুন্যতা
নাকি সে পর দেশী রাজার খোঁজে ভুলে গেছে আমার পূর্নতা।
খুব জানতে ইচ্ছে করে, রাজা কি তার শাসন ভুলে করবে তারে আপন
নাকি সে রাজার রাজ্য দাসী রুপে করবে তারে বরন।
খুব জানতে ইচ্ছে করে, এই কোলাহল পূর্ন রাতের আধারে
কেহ কি তার জন্য অপেক্ষার সেই মধুর বাঁশরি বাজায়
নাকি সে অন্য কারো বুকে তাহার প্রেমের বাসর সাজায়।
খুব জানতে ইচ্ছে করে, কেন এ অবুঝ হৃদয় কে প্রেম শেখালে
ছদ্মবেশী নারী তুমি কেন আমায় ছেড়ে গেলে।
বুঝিনি তোমায় খুজিনি তোমার ওই ছদ্মবেশী রুপ
মিথ্যা সুখের ছোঁয়ায় হারিয়েছি এ জীবনের সুখ।