ইচ্ছে ঘুড়ি

🖋️🖋️🖋️সজীব খাসকেল🖊️🖊️🖊️

ইচ্ছে হয় মুক্ত আকাশে মুক্ত মনে পাখির মতো  উড়ি

হাজারো নদী পাহাড় পর্বত নিমিষেই দেই পাড়ি।

ইচ্ছে হয় ঝিলের জলে শাপলা হয়ে ভাসি

নারীর খোপাতে শোভা পাবে ফুটবে মুখেতে হাসি।

ইচ্ছে হয় পাহাড়ি ঢালে ঝর্ণা হয়ে বয়ে চলি

ছোট ছোট নালা দিয়ে নদীর গর্ভে গিয়ে  মিলি।

ইচ্ছে হয় মায়ের মুখে হাসি ফোটাতে

যত রক্ত দিতে হয় দেবো এ বুক পেতে।

ইচ্ছে হয় জনম জনম এই পৃথিবীতে বেঁচে থাকি

ধর্মকে নয় কর্মকেই যে লক্ষ্য হিসেবে রাখি।