দগ্ধ নগরী
শ্রী সজীব চন্দ্র খাসকেল

এই দগ্ধ নগরী পুড়ে পুড়ে যেন হয়ে গেছে ছাই

কান্নার আহাজারি শুনি সাহায্যর হাত কারো নাই।

কেউ দিচ্ছে দুমুঠো আবার কেউ করছে সমালোচনা

যে হারিয়েছে তার নগরী সে বুঝে কি তার যন্ত্রণা।

কেউ হাসছে কেউ বা কাঁদছে কেউ বা করছে রঙ তামাশা

আমরা জাতি সুযোগ বাদী আছে মিথ্যা  ভালোবাসা।

এই নগরীর বাদশা আমি, তুমি চেননা আমায় ভালো
লক্ষ টাকার ইফতার করি আমি,

তাতে কি? পথ শিশুদের কেন ক্ষুধায় পরান গেল।  

করছো তুমি টাকার বরাই হচ্ছো অহংকারী

অহংকারে দগ্ধ হয়ে পুড়ে যাবে তোমার শত শত বঙ্গ নগরী।।