দেয়ালের ওপারে
🖋️🖋️শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️
দেয়ালে দেয়ালে লিখিত সব অহংকার আর বিদ্বেষের কাহিনী
আমি যে ব্যর্থ মানব যা কখনো মুছে দিতে পারিনি।
পারিনি আমি নিজেকে ভুলতে ছড়িয়েছি শুধু বিদ্বেষ
ক্ষুদার জ্বালার আহাজারি শুনি নেতারা নিরুদ্দেশ।
ওরা প্রাচীর ভেঙে প্রাচীর গড়ে ভাঙেনা মনের দেয়াল
ওরা হৃদয় শুন্য মানব রাখে না কারো খেয়াল।
আমি দেয়ালে দেয়ালে লিখতে চাই তুমি মানুষ কবে হবে
দালান বাড়ি অর্থ সম্পদ সাথে কি আর যাবে।
ভেঙে দাও ওই মনের দেয়াল গাও সম্যের গান
মানবতা হলো পরম ধর্ম পাবে তুমি সম্মান।।