বৃক্ষই জীবন
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
অযত্নে জন্ম নেওয়া বৃক্ষ, ময়লার স্তূপে যার জন্ম স্থান
হলো সেথা সৃষ্টির নব বীজ রোপণ
বৃদ্ধি যার দোলাচালে, স্মৃতি ভুলতে চায় সে মায়া ব'লে
শিকড়ের মূল ছিন্ন করতে পারেনা তার বাহু বলে।
অজোড় ধারায় কাঁদে সে, এ কোন পরিক্ষা,বাস্তবতায় নহে মস্তক নত শিহরে।
একটা
কালবৈশাখী ঝড়ো হাওয়া দুমড়ে মুচড়ে যায় তার দেহ খানা
বিজলির চমক আর মেঘের খুদায় হাহাকার করে যেন তার পেট
এ কাল বৈশাখের সাথে প্রতিদ্বন্দ্বিতা যেন তার খুদা নিবারনের এক রন কৌশল।
বাধ্যক
বুজ পাতা সে যার ডাল পালা মেলে গেছে দুলছে রনাঙ্গনে
তবু তার শির দার উঁচু তার, সেথা জড়ায়ে ধরেছে পরগাছা,
শ্বাস-প্রশ্বাস যেন তার বন্ধের দাবি দার হাঁপাচ্ছে তার দেহ খান।
এ মুক্তির পথ নেই জানা, আছে কি সেথা এ মুক্তির কোন পদচিহ্ন আঁকা
যেথায় মিলিবে তার পূর্ণতা, পাবে বেঁচে থাকার নব জাগরণের স্বাদ,
ময়লার স্তূপে বেরে ওটা তার তবুও সুঠাম দেহের অধিকার সে
পলি,বেলে,দোআঁশ,ওদের অন্ধত্বের হাহাকার যেন হিংস্রতার প্রতিবিম্বর রূপ প্রকাশ।
তবু তার শির ধার নহে নত মস্তক প্রতিকূলতার এ দোলাচালে
নিজেকে বিলিয়ে দিয়েছে সে ন্বিঃশ্বার্থ ভাবে এ ভূমন্ডলে।
ছাল কাষ্ঠ নির্মল মলিন ঠান্ডা বাতাস ও ছায়া প্রকৃতিতে
যেন অঝোর ধারায় দিচ্ছে সে বিলিয়ে
মানবতার কল্যান করা যার ধর্ম, মানবতার স্বার্থ কতায় সে নিজেকে করে বিলুপ্ত
এ ভূমন্ডলে প্রকৃতি ও মানবতার মাঝে বেঁচে থাকতে চায় অবিরত।
(আমরা লক্ষ কোটি বছর বাঁচতে চাই, বেশি বেশি করে গাছ লাগাই, মানবের সাথে গাছের মিল বন্ধনের চেষ্টা করছেি যত সামান্য জানিনা কতটা পেরেছি, আমার লেখা কবিতা আপনি পেয়ে যাবেন আমার নাম গুগল সার্চ করলেই,পোস্ট শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ সবাই কে)