বঙ্গ মাতা
শ্রী সজীব চন্দ্র খাসকেল
জন্মেছি মা বঙ্গ দেশে তোমার চরন কমলে
যত্ন করে রেখো মাগো, দিও না দূরে গো ঠেলে।
জন্ম নিয়েছি মাগো তোমার উদরে খুঁজিনিতো কোন ধর্ম বর্ন
তবে কেন দূরে ঠেলে দাও মোরে ধর্মের দোহাই দিয়ে খুঁজো জাতি বর্ন।
মানুষ নামে জন্ম নেওয়া আমি এক অবহেলিত প্রানি
তোমার দাসের দাসীরো যোগ্য নই আমি,
কৃপা করো মোরে হে মা ধরনী।
অবহেলায় মন পাথর হয়,হয় বিদ্বেষী, হয় অহংকারী
তোমারই মায়া মমতায় মাগো পাথরও গলে যায়
বসুমাতা তুমি এমনি এক নারী।
তোমার ওই মায়া মমতা আমায় দেয় বট বৃক্ষের ছায়া
তুমি ছাড়া মাগো নিঃস্ব আমি , দেখায় না কেউ মায়া।
স্বার্থের পৃথিবীর অর্থহীন জীবন বয়ে চলা নদীর স্রোতের মতন
জন্মের মানে খুঁজতে গিয়ে অন্তদন্ধে কাটায় সারাজীবন।