বক্ষে দাবানল
                মুক্তি চাই

লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল

ভয় নেই ওরে ভয় নেই
এ  হৃদয়ে যার স্থান  
ক্ষয় নেই তার ক্ষয় নেই।

এ হৃদয় জুড়ে যে  লেলিহান শিখার দাবানল
উত্তাপে বিস্ফুরিত যাহা বক্ষ বিধির্ন করে,
ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতি জুড়ে,
তাহা কে  শান্ত করিবার মতো একটা তুমি চাই।

যে দীপশিখায় মিট মিট করে জ্বলতে  থাকা আগুন
ধূপ দানে তেজ দীপ্ত হয়
তাহাকে শান্ত করিবার মতো একটা তুমি চাই।

যে সূর্য রশ্মির অবাধ বিচরণ দূরন্ত পথচলা
যাহা রোধ করিবার চেতনা দুঃসাধ্য,
তাহা কে শান্ত করি বার মতো একটা তুমি চাই।

যে সাগর ঢেউ উত্তাল হিংস্র তার রুপ
সর্বদা কাতর ক্ষুৎপিপাসায়,  
তাহাকে শান্ত করিবার মতো একটা তুমি চাই।

যে তুমিতে আছে অনুরাগের ছোঁয়া,
মেঘের বিজলী চমকানোর গর্জন শেষ শান্ত রূপ,
যার ছোঁয়াতে প্রকৃতি শান্ত অবিরত নত মস্তক,
এমন একটা তুমি চাই।

তবু,
ভয় নেই ওরে ভয় নেই
এ হৃদয়ে যার স্থান
ক্ষয় নেই তার ক্ষয় নেই।