বিচ্ছেদের শহর
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
পৃথিবী নামক গ্রহে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছি
সেই লক্ষ কোটি বছর আগে, যার স্মৃতি আজো মনে পরে।
অচেনা গ্রহের অচেনা শহরে নিজেকে হারিয়ে খুঁজছি
তবে আমি তাতে চিন্তিত নই, এই শহরের মনের ভাষা আমার জানা।
যদি কেহ বলে তোমায় ছাড়া আমি নিজেকে অন্ধকার দেখছি
তবে যেনে রেখো বিচ্ছেদ তোমায় ঢাকছে হাত বাড়িয়ে।
সে যে অন্ধকার দেখছে এই অন্ধকার যার বর্তমান নাম টাকা
যেখানে দেখিবে সে টাকা, ওই শহরে জ্যাম নেই কোন
দেখবে ওই শহর টাই পুরো ফাঁকা।
বিচ্ছেদের শহরে এ এক নীরব ঘাতক শব্দ, আমি তোমায় ভালোবাসি
যতটা মুখ ফুটে সহজ ভাষায় বলতে পারা যায়,
জীবনে এর পরিসীমা ততোটা সহজ নয়।
দূর্বেধ্য লাগে আমার মনে, আমি তোমায় ভালোবাসি
অতি সহজে মানুষ বলে কেমনে,
হয়তো সে আবেগী নয়তো সে নীরব ঘাতক প্রানী
তার ছায়া তলে বিশ্রামা দিত হওয়া নিজেকে বলিদান।
এই বিচ্ছেদের শহরে নিজেকে বলিদান নহে
করো নতুন জীবনের সূচনা।