আমার জীবনের অসঙ্গতি
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
আমার জীবনটা কোন অটো চয়েস না
হুট করে কোন জিনিস আমার আপন হয় না।
হয়তো বা রংধনুর মতো আমার মন এত রঙিন ও না
আবার আকাশের মতো নীল ও না।
প্রকৃতির মতো সবুজ ও না
আমি আবার দুধে ধোঁয়া তুলসীপাতা ও না।
আবার সমুদ্রের উত্তাল ঢেউর মতো আগ্রাসী ও না
কাচের মতো কারো মন ভেঙে ও দেই না।
মেঘের মতো ডেকে ডেকে কাউকে ভয় ও দেখাই না
ঠাকুমার ঝুলির গল্প শুনিয়ে কাউকে হাসাতে ও পারি না।
আমি হয়তো জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারন করি।
আবার পূর্নিমার চাঁদের মতো আমি অতো উজ্জ্বল ও না
হয়তো আমি কৃষ্ণের মতো কালো।
কৃষ্ণের মতো বাঁশি ও বাজাতে পারি না
রাধার প্রেমে পড়ার মতো সুহৃদয় বান পুরুষ ও আমি না।
আবার মনিষীদের মতো বিশাল মনমানসিকতাও আমার না
ঠোঁটের কোনে তাই কোন মুচকি হাসিও জমে না।
কান্না পেলে চোখে জলও আসে না
যেন শুকিয়ে গেছে চৈত্রর কাট ফাটা রোদে চৌচির এ হৃদয়।
আবার কারো প্রতি মান অভিমানও হয় না
কেননা কেউ আমায় ভালোই বাসে না।
কাউকে নিজের পাপের জন্য দোষ ও দেই না
কেউ ভালোবেসে আমায় কাছে টেনে ও নেয় না।
দূর থেকেই অবহেলার বাঁশি সুর শুনায় তারা
যে বাসির সুরে নেই কোন তাল লয় কিংবা ছন্দ অলংকার
আছে শুধু হিংসার দ্বন্দ্ব যাহা স্পষ্ট দৃশ্যমান,
মাঝে মাঝে বেঁধে যায় যেন কুরুক্ষেত্রের যুদ্ধ ।
আমি কে তা আমি নিজেও জানিনা
আমি হয়তো প্রকৃতির সৃষ্টির এমন কোন প্রানি
যার বিচার বুদ্ধি করবার মতো জ্ঞান দৃষ্টি আছে,
তবে এ প্রানী মহৎ কিনা তাও জানিনা।
যদি যেনে থাকো তুমি জানিয়ে দিও আমায়
একরাশ মুখে হাসি নিয়ে মেনে নিব তোমায়।
(ধন্যবাদ ভালো লাগলে মতামত দিয়ে যাবেন)