আমার দেখা ২৪
শ্রী সজীব চন্দ্র খাসকেল

-আমি দেখিনি ৫২ আমি দেখিনি ৭১
আমি দেখেছি শুধু ২০২৪,
আমি দেখেছি জুলাই'য়ের শোকের কালো ছায়া।

কিভাবে অঝোর ধারায় রক্ত ঝরে ছিল নিথর দেহ পরেছিল রাস্তায়,
সমুদ্রের জল রাশির মতো যেন রক্ত গঙ্গা বয়ে যায়।
আমি দেখেনি শহীদ রফিক শফিক সালাম বরকত জব্বার কে
আমি দেখেছি তার প্রতিবিম্ব শহীদ সাঈদ আদনান  দীপ্ত  হৃদয় তাড়ুয়া রূদ্র আর কত শত অগণিত ছাত্র জনতা কে।

যারা বুক পেতে দাঁড়িয়ে ছিল রাজপথে শকুনের বন্ধুকের গুলির সামনে,
শকুনের বন্ধুকের প্রতিটা গুলি যেন বক্ষ বির্ধিন করে বেরিয়ে যাচ্ছিল আর ক্ষত বিক্ষত করে দিচ্ছিল এই লাল সবুজের মানচিত্র টা কে।

তবুও হার না মানা এ যোদ্ধারা বারবার উঠে দাড়িয়ে ছিল মেরুদণ্ড সোজা করে মানচিত্র রক্ষার স্বার্থে,
বাংলার ছাত্র জনতা বাঘের গর্জনে জানিয়ে দিয়েছিল তাদের তীব্র প্রতিবাদ।

এ লড়াই মুক্তির এ লড়াই সাম্যর এ লড়াই ন্যায়ের এ লড়া হিন্দু মুসলিম প্রতিটা ধর্ম প্রান মানুষের।
যারা জেগে ছিল রাজ পথে নেমেছিল অন্যায়ের প্রতিবাদ করেছিল
তবুুও ঝড়ে যায় শকুনের গুলিতে  তাজা তাজা  কত শত প্রান,
যারা এসেছিল ন্যায়ের পক্ষে যৌক্তিক দাবী নিয়ে।

তবু কি পেল তারা?

বিনিময়ে পেল তারা নিরস্ত্র সাঈদের রক্তে রঞ্জিত এক রাজপথ।
কত মেধাবী ছাত্র-ছাত্রী হারালো তাদের তাজা তাজা প্রান।

কি দোষ ছিল তাদের?

কত বাবা-মা হারালো তাদের আদরের সন্তান।
মায়ের করুন আর্তনাদে কেঁপে উঠেছিল সেদিন সৃষ্টি কর্তার আরশ খানা  
তবুও কাপে নি এই অত্যাচারী শকুনের প্রান।

ওরা হিংস্র ওরা নিষ্ঠুর ওরা পাষাণ ওঁরা কাপুরুষ
ওরা কাঁদেনা ওঁরা কাঁদায় এ বাংলা মা'কে, ওঁদের নেই কোন হৃদয়।
লাল সবুজের পতাকা মোদের নেই যে তাতে আর লাল সবুজের মিশাল,
লাল রক্তে রঞ্জিত তাহা আজ পুরোটাই,যার মাঝে আছে শুধু সাঈদ'দের মতো বীর সৈনিকের  বুকের লাল রক্তের সমাহার।


জুলাইয়ের শোকের ছায়া আজও অন্তরে গাথা  ভুলে যেতে পারি না তা আমরা
আগষ্টের বিজয় উল্লাস অশান্ত মন শান্ত করিবার পূর্ণতা দেয় আমায়।

আমি দৃঢ বিশ্বাস করি,

যে বীরত্ব গাঁথা আন্দোলনের বিজয়ের কেতন উড়িয়েছে ছাত্র জনতা,
তা এক নতুন গন্তব্যর দিকে নিয়ে যাবে যেথায় থাকবেনা রাষ্ট্রের কোন বৈষম্যর  ছায়া।
শক্ত হাতে দমন করবে তারা অন্যয়,নিপিড়ন,অত্যচার গাইবে তারা সাম্যর জয় গান।
আমি সেদিন হবো স্বাধীন যে দিন হিন্দু,মুসলিম,বৌদ্ধ খ্রিস্টান নির্ভয়ে পথ চলবে, বাক স্বাধীনতা পাবে,নিজ ধর্ম শান্তিতে নির্ভয়ে পালন করবে যেদিন।

এ বিজয়ের পতকায় প্রতিটা ধর্মের বর্নের মানুষের রক্তের দাগ লেগে আছে
যা শুকায়-নি এখনো, এই শহীদের রক্তের সাথে বেইমানি করোনা।
যোগ্য সম্মান দিও শহীদদের।
এ ইতিহাস রক্তে জড়া ইতিহাস ভুলে যেও না তোমরা
আমি শান্তি চাই, কোন ভেদাভেদ নাই, আমি সাম্যর গান গাই

যুগে যুগে এ ছাত্র জনতা দিয়েছে ন্যায় যুদ্ধে তাদের লাখ প্রান
যাহা ইতিহাসের প্রতিটা পাতায় লেখা থাকবে স্বর্নক্ষরে দীপ্তমান
২০২৪ ছাত্র আন্দোলনের এক কালো অধ্যায় যার নাম।