আক্ষেপ
✍️✍️✍️সজীব খাসকেল ✍️✍️✍️

হেমন্তের শেষে শীত আসে চেপে বসে মাঘ মাসে
কুয়াশা ছন্ন সকাল সাজে সূর্যি মামার পরশে।

শীত মানেই খুনসুটি আর একটু অলসতা
রাখাল মাঠে গরু চড়ায় তাহার যত ব্যাস্ততা।

শীতের কন কনে হাওয়া বইছে আকাশে বাতাসে
খেতে পায়না দুমুঠো আবার শীত বস্ত্র কোথা থেকে আসে।

রুস্তম শেখের পরিবার টাও আজ এহেন কার্যে ভোগে
মানবতার কথা বলি মুখে অন্তরে বিষের ঢেউ
হাজারো রুস্তম অনাহারে কাটায় ডাকে নাতো কেউ।
আক্ষেপ টাতো থেকেই যায়.......