আজ এ ভরা বসন্ত
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল.......

-আজ এ ভরা বসন্তে মেতেছে মন দিচ্ছে দোলা
বইছে ফাগুনও হাওয়া এ হৃদয়ও প্রান্তরে।
যে ফাগুনও হাওয়া ব্যকুল করেছে আমায়
আমি ছুটে চলি তার পিছু পিছু
ইশারা ইঙ্গিত আর বাতাসে ভেসে আসা মৃদু মধুর কন্ঠ স্বর
যাহা আলোকিত পুলকিত করে এ হৃদয়।

আজ এ ভরা বসন্তে সৃর্য হাসে দিগন্তে
চন্দ্রের ঝলকানিতে  মুগ্ধ করে  এ হৃদয়
যাকে  পেতে চায় নীড়ে গোধূলি সন্ধ্যায়।

আজ এ ভরা বসন্তে নব যৌবন তার  হৃদয়ে জাগে শিহরণ
কোকিলের কুহুকুহু ধ্বনি জানিয়ে দেয় বসন্ত এসেছে ধরায়
উড়বে নতুনের কিতন হবে নব জাগরণ।

যে বসন্তে বনের পাখিরা স্বাধীন ভাবে সুর তুলিতে পারিতো না
বাঁধা ছিল তার কন্ঠ ধ্বনি,চিবিয়ে খেতে হতো তাকে জল,
ভেঙে ফেলা হয় তার আশ্রয় স্থল,আমি তার প্রতিবাদ করি।
আজ এ ভরা বসন্ত আসুক নেমে ধরনীর মাঝে
স্বাধীন হোক তার পরি কাঠামো, নির্ভিঘ্নে নিশ্বাস ফেলুক জননী।

এ ভরা বসন্ত কে বাঁধিয়া রাখা যায় না,
মানে না সে কোন বাঁধা,মানেনা সে কোন ধর্মের দোহাই
ছুটে চলে তার আপন গতিতে,যাকে আগলে ধরে পথ চলতে হয়
যার মনো পুতু না হলে ভেঙে চূর্নবিচূর্ন করে হৃদয়।

আজ এ ভরা বসন্ত তুমি আমায় তোমার হৃদয় মাঝে দিও ঠাই
আমি তোমাকেই বিশ্বাস করি,তোমাকেই ভালোবাসি
তোমার হৃদয় মাঝে আমি বিলীন হতে চাই।