আদরের নষ্ট পুত্র
শ্রী সজীব চন্দ্র খাসকেল


আমি এক ভদ্র মায়ের অভদ্র,অবাধ্য,অসভ্য সন্তান
মায়ের কথা কখনো শুনিনি,মায়ের আর্তনাদ কখনো বুঝিনি।
বুঝিনি আমি বাবা হীন পরিবারে মায়ের সংসার চালানোর কষ্ট,
যে মা আমায় জন্ম দিয়েছিল,অন্যর বাড়ি কাজ করে আমায় খাইয়ে ছিল ,
আমি কখনো তার কথা শুনিনি,অনুভব করিনি তার কষ্ট।


তাইতো আমি আজ যোগ্য মায়ের অযোগ্য এক সন্তান হয়ে
করেছি নিজেকে  তিলে তিলে পারিপার্শ্বিকতার সংস্পর্শে নষ্ট,
আমি বুঝিনি বাবাহীন পরিবারে মায়ের সংসার চালানোর কষ্ট।

আমি দেখেছি মাকে এক কাপড়ে বছরের পর বছর কাটিয়ে দিতে  
আমি দেখেছি তার জীবনে ছিল না কোন উৎসবের আনন্দ,
তবুও মা আমায় তার জমানো এক,দু'টাকা দিয়ে জামা কিনে দিত।
মা আমায় বুঝতে দিত না কালকের দিনটা কিভাবে চলবে
তবুও আমার সব অন্যয় আবদার মা হাসি মুখে মেনে নিতে।

দেখেছি আমি পিতা হীন পরিবারে মাকে শুনতে হয় কত বঞ্চনার বানী
পাড়া প্রতিবেশী চরিত্রের প্রশ্ন তুলে, তবুও মা আমায় ছেড়ে যায়নি কুপথে হাটেনি কখনি।

বটের ছায়ায় মতো আগলে রেখেছে আমায় করেছে আদর যত্ন বড়
মা কে ছাড়া আজ ভালো নেই আমি বুঝতে পেরেছি এখন
হারিয়েছি ফেলেছি আমি রত্ন।

আমি এক যোগ্য মায়ের অভদ্র, অবাধ্য, অসভ্য এক  সন্তান
অকারণে হাত তুলেছি গায়ে মাকে করেছি কত অপমান।
মা আমায় সহ্য করছে বাবা বলে বুকে জড়িয়ে ধরেছে
তবুও কখনো দেয়নি অভিশাপ।

কত অবহেলা কত অপমান করছি মা'কে দিয়েছি গাল মন্দ
তবুও মহীয়সী নারী ক্ষমা করে দিত আমায় ছিলনা তার মনে কোন দ্বন্দ্ব।

জগতে নারী শক্তির মতো বড় শক্তি আমার নেই জানা
অকপটে স্বীকার করছি, আমি এক অতি আদরের নষ্ট পুত্র,
শুধু এটাই আমার জানা।