অভিশপ্ত জীবন
শ্রী সজীব চন্দ্র খাসকেল


:-পৃথিবীতে এত আলো থাকতেও আজ কেন এত অন্ধকার
পৃথিবীর আকাশে উঠা চন্দ্র সূর্য আলো দেয় না কেন আমায়।
নাকি আমার চোখে তাদের আলো ধরা দেয় না
তারাও কি আমার সাথে অভিমান করেছে।
নাকি আমায় নিয়ে সামনে পিছনে বসে কুরচা রটাচ্ছে
নাকি আমি তাদের কাছে বোঝা হয়ে গেছি,
তাই হয়তো তারা অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে আমায়।

পৃথিবী অন্ধকার নাকি আমার চোখের আলো হারিয়ে গেছে
আর দেখবে না আর সইবে না বলে
নাকি আমি এক অন্ধকার গ্রহ যার  আকাশে সূর্য উঠবে না।
এ জীবন যুদ্ধ কি অভিশাপ নাকি অভিশপ্ত
শত চেষ্টার পরেও হয়েছি আমি বারে বারে  ব্যর্থ।

অভিশপ্ত এ বেকার জীবনের চারদিকে তাকালে আমি  মানুষ দেখতে পাইনা
হিংস্র পশুর মতো এ সুশীল সমাজের বিজ্ঞ বিচারক গন
আমি শুধু দেখতে পাই তারা মানুষ মারার অস্ত্র নিয়ে দাড়িয়ে আছে।
কথার লড়াইয়ে জেতা যায় না তাদের সাথে,
তাদের যোগ্যতার চেয়ে মুখের বুলি বেশি
তাদের  মানুষ মারতে অস্ত্র লাগেনা মুখ থেকে নিসৃত শব্দ বোমা
মুহূর্তে আপনাকে মৃত্যুর লোকে পৌঁছে দিবে।

তাই হয়তো  খুদা নিবারনের জন্য বেশি চিন্তা হয় না আমার
এক মুঠো ভাত আর চোখের জলে ভিজে গেলে আর লবনও লাগেনা।
অল্পতেই খুশি হয়ে যাই আমি, শখ আহ্লাদ আমার একদম  হয় না।
আমি শুধু বাঁচতে চাই বেকার অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই।

জানিনা এর শেষ কোথায় তবে আমি আপ্রান চেষ্টা করবো  
নিজেকে পরিবর্তন করবো
যেন আমায় নিয়ে অন্যর মুখ থেকে অস্ত্র নয়
শুধু তাদের মুখ থেকে  মধু নিসৃত বানী বের হয়।
এই গল্পের বিদায় রজনী আমি লিখবো কোন একদিন
সফলতার চাবিকাঠি দিয়ে।
২১/০৩/২০২৫