(প্রিয় রংলেখক Zahed Robin 'কে)
জাহেদ রবীন এক জাত চিত্রশিল্পী,
তাই এতোটা গভীর থেকে কথা তুলে আনতে পারে।
খুব স্পর্শ করে বুকের মধ্যে কোথাও,
কখনো ঝড়ের মতো কখনো বা-
বসন্ত সমীরণ মৃদুমন্দ বয়ে যায় হাসিখুশী ভূবনজুড়ে।
কোকিল ডাকে না,
ফুল ফোটে না, তবু ফাল্গুন নেচে যায় শিরায় শিরায়। তার তুলির আঁচড়-
দগ্ধত্বকে যেন এক শীতল প্রলেপ! জ্বলন্ত আগুনে জল।
আহ, কি প্রশান্তি!
জাহেদ রবীন কি তা জানে কিংবা জানতে চেয়েছে!
শিল্পীহৃদয় চিরপরিপুর্ণ; চিরবসন্ত ঋতু সে কুঞ্জবনে।
রংলেখক, কি চমৎকার উপমিত আকর্ষিত উচ্চারণ,
এই হাসি এই আনন্দ নিয়ে বেঁচে থাক জাহেদ রবীন।
------------------- ০ -----------------
১২ ডিসেম্বর ২০২১, ২৭ অগ্রহায়ণ ১৪২৮, রবিবার, বিকাল:০৩:৩২, কাব্যকুঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)