‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ এ মেরুদণ্ড
ভাঙ্গতে পারলে জাতি বিকলাঙ্গ হবে,
পশ্চিমারা চেয়েছিল তাই যেন হয়;
বুদ্ধিজীবিদের হত্যা করেছিল তারা।
আজ দেখছি নিজেরাই বন্দুক তাক
করে আছে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে; এ
দেশের প্রতিরক্ষাবাহিনীর সদস্য।
কি সাংঘাতিক বিষয় ভাবাও যায় না।
কুচক্রী মহলে আজও পশ্চিমা বীজে
ভ্রূণ গজাচ্ছে; এখনই রুখতে হবে।
নতুবা ভবিষ্যতে এরাই বটবৃক্ষ
হয়ে অনিয়মে ঘিরে ফেলবে আঙ্গিনা।
শত্রু দমনের অস্ত্র নিজেরই বুকে
তাক করা; কোন্ শুভ-মঙ্গল লক্ষন!
------------ ০ -----------
২১ এপ্রিল ২০২২. ৮ বৈশাখ ১৪২৯, ১৯ রমাদান ১৪৪৩, বৃহস্বতিবার, , সকাল: ০৯:৫৪, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)