বলব না, না, আসব না,- পারব না, পারব না ফিরতে,
কি উটকো আমন্ত্রণ রে বাবা! একটু ঘুম ভাঙ্গলেই চাই-
ইস্! না, জানি না কিছুই। ঈশ্বর জানে, জানি না সে সব,
কখন যে সন্ধ্যে হলো শিশিরে ভিজল সাধের গোলাপ।
আবার ঝরল সকালে; আহ! কি যে বেদনার বিষয়!
বুকের মধ্যে ঝিল টলমল দুই চোখ জুড়ে স্বপ্ন আঁকা,
পদ্ম মেলেছে পরাগ উড়ছে মৌমাছি, মাছি, ভ্রমরেরা
আলতো চুমুর শরমশিহরণে কাঁপিয়ে দিল প্রজাপতি!
তারপর শূণ্যতা, যে যার পথে খসল সোনার বোতাম-
একাকীত্বের বিষবুকে বিরহীবিতৃষ্ণায় অঙ্গার, জানিনি।
চিকণ বাঁশপাতায় জ্বলে জোনাকী চাঁদে লেগেছে গ্রহণ
মনের দোতারা বাঁজে না ছিঁড়ে গেছে সুর তোলা তার।
কখনো আসব না আর, নাভীর কাজলদানি শুকালে-
ভালোবাসাহীন জীবন সত্যি বড় ভয়ঙ্কর শ্মশান যেমন!
--------------------- ----- --------------
২৪/১০/২০১৯, বৃহস্পতিবার, রাতঃ০৯ঃ১০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.