(প্রিয় অনুজ প্রতিম মনির আহমদ'র ৩০তম জন্মদিনে ভালোবাসা)
।
কবিতার শব্দালঙ্কারের মত,/
কণা কণা সুখে অবিরাম সজ্জিত হোক রোদ-জলে,/ বৃষ্টি-কাদায় মাখামাখি সারাটা জীবন।/
ছোট বড় অভিমান, প্রেম,/
ভালোবাসাগুলো হোক যম দুয়ারে সুহৃদ শুভাকাঙ্ক্ষী-/
প্রিয়জনের হাতে প্রোথিত কাঁটা।/
স্মৃতির ভাণ্ডারে জমা হতে থাক,/
বেঁচে থাকার জন্য আজন্ম সুখসম্ভার মায়ের হাতের-/ বুনোফুল, বোনের হাতে আমড়ার আচার।/
কবিতার বই, পুঁথির পাণ্ডুলিপি,/
ওই হাতে কালির কলমে প্রতিনিয়তই রচিত হতে থাক-/
চমকে দেওয়ার মত বিষ্ময়ভরা ঘটনাপ্রবাহে।/
চাঁদ ডুবে গেলেও ভোর হোক সোনাঝরা অরুণালোকে পুকুরজলে পা ডুবিয়ে, মন ভিজিয়ে।/
ত্রিশ খুব বেশী ভাবনার কিছু নয়, চল্লিশে ফর্সা জীবন এইটুকুই শুধু মনে রাখবার বিষয়।/
------------- ------------------
২১শে সেপ্টেম্বর ২০২০, ৬ই আশ্বিন ১৪২৭, ২রা সফর ১৪৪২, সোমবার, সকালঃ০৮ঃ৫৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.
** / চিহ্নটি লেখার সংগে অসম্পৃক্ত, শুধু লাইন বুঝাতে ব্যবহৃত।