এই যে আজ এতো দিন পর এলে, নয় কি?
জানো, কিযে ভালো লাগছে কিভাবে বুঝাই!
এত সর্দি-জ্বর-কাশি গা-ব্যথা, কি সব ভুগে
তবু সময়ের স্রোত সাঁতরেই এলে আজ!
একটু আধটু মন খারাপ তো করেছেই,
ও কি আর খুব লুকিয়ে রাখা যায় বলো!
যায় না, অনেকে বুঝে না; যারা বুঝতে পারে
বলতে পারে না,- সীমাবদ্ধতা থাকেই কিছু।
এই যে ফিরে আসা, ফিরে ফিরে কাছে পাওয়া,
মনের ডানা মেলে দিগন্তে ফড়িং ওড়াওড়ি-
কিছুটা সময় পাশাপাশি পায়ে পা মিলিয়ে
মরালগামিনী বিচরণ, ভালোবাসাবাসি!
শুকনো নদীতে জোয়ার এলেই ফিরে আসা,
জীবনে এর চেয়ে বড় সত্য, প্রেম আর কি!
-------------- -------------- --------------
১১/০৪/২০২০, ২৮/১২/১৪২৬, শনিবার, রাতঃ ০৯ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.