ভালোবাসা মোটেই যাকে তাকে বিলাবার জিনিস নয়,
তাই সযত্নে লালন করতে ভুলে গেলে খুবই ক্ষতি হয়।
খেজুর পাতার পাটিতো নয় যে, বিছিয়ে দিলেই বসবে
শুবে গড়াগড়ি করবে ঘুমাবে আর শেষে চলেও যাবে!
নাকের নোলক কানের দুল নাকের ফুল হাতের বালা
এসব নয় যে, দে সই ঘুরে আসি বলে পরবে একবেলা!
জামদানি, মসলিন বা শিপন নয় যে, পার্টিতে দেখাবে,
মদের গ্লাস বরফের কুচি নয় যে রাতের আসর জমাবে।
চোখের ভাষা ঠোঁটের কাঁপন হৃদপিণ্ডের রক্তপ্রবাহ জানে,
ভালোবাসা পেলে বা দিলে কি হয় বুকের মধ্যে দুইটি প্রাণে!
মন জানে প্রিয় মানুষ আঘাত দিলে কতোটা পোড়ে অন্তর,
কতোটা দুঃস্বপ্নের বালুচরে ঢাকা পড়ে বিশ্বাসী প্রণয় বন্দর।
ভালোবাসা মোটেই তুচ্ছতাচ্ছিল্যের মামুলি কোন বিষয় নয়,
প্রবাহমান নদী জানে কতোটা স্রোত গড়ালে তবে সঙ্গম হয়।
-------------------- ০ ------------------
১১ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ২০২১, সোমবার, দুপুর:০২:৫৪, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)