(যার চোখে স্বপ্ন দেখি)
।
ভাবছো ভালোবাসা শীতের কুল,
ঝাঁকলে ঝরে পড়বে পাতা ফল ফুল!
গাছ জানে কষ্ট কত ছিঁড়ে নিলে কুঁড়ি,
ওই হাত তাও পারে নাই তার জুড়ি!
।
টুকুস করে ছিঁড়ে নাও না ফোঁটা কুঁড়ি,
বুকের ঝর্ণায় ভাসে স্বপ্ন সুখ নুড়ি।
-------------- -------------- --------------
২৮/১২/২০১৯, শনিবার, সকালঃ০৯ঃ২৪ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reason is prohibited.