ভীষণ খটকা লাগল মনে ঘুম ভেঙ্গে রঙ্গিন বিছানা তুলে,
সেই মধুর হাসি চোখে ভাসে বাকি সব গেছি ঠিক ভুলে।
ডাগর চোখ তার আর সেই চোখে মনকাড়া চঞ্চলা দৃষ্টি,
হৃদয় ফোয়ারায় যেন পানকৌড়ি সাঁতার, রুমঝুম বৃষ্টি।
পড়ালেখা ভুলে গেছি বেমালুম ভুলেছি কাব্যেরই চরণ,
তারে কেন ভুলতে পারি না আজও বলো একি মরণ।
বুকের পাঁজর ভেঙ্গে সে যে চুরি করে নিলো ভালোবাসা,
দিলো না ফিরায়ে কিছু তবুও তারে পেতে জাগে আশা।
নিজেরে নিয়ে নাই কোন বিশ্বাস কখন কি ঘটে অঘটন,
বাম বুকে চিন চিন লোকে বলে খুবই যে ভয়ের কারন।
মানি না ওসব কিছু, মানি শুধু চির সত্য চিরন্তন মরণ,
যখন যেখানে যার ভাগ্যলেখা হয় না তিলমাত্র খন্ডন।
সব ভুলে শিকেয় তুলে রাখি প্রেম-প্রীতির স্মৃতি টনটন,
সাধ্যের সীমায় করি উপভোগ ছোট্ট এই একটা জীবন।
-------------- -------------
২৩/০৯/২০১৯, সোমবার, সকালঃ০৮ঃ১৬ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.