০১.
সবটুকু ভালোবাসা ঢেলে দিলে
অবুঝ বালিকাও উড়তে শিখে।
--------------  বিকালঃ০১ঃ১৭ মিনিট

০২.
ঘরের দরজা বন্ধ করেছ
আসবে না করোনা,
মনের দরজা বন্ধ করো না
সইতে পারবো না।
-------------- রাতঃ০৯ঃ৩১ মিনিট

০৩.
পৃথিবীর হার্ডডিস্ক আশঙ্কাজনক ভাবে ভরে গেছে,
ফরমেট করা যাচ্ছে না বলেই
টেম্পরারী ফাইল মুছে দিয়ে
সচল থাকবার মতো জায়গা খালি করে নিচ্ছে।

র‍্যাম, রোম, স্টোরেজ ঝেড়েমুছে সাফ করে নিতে হয়,
পুরনো হলে ব্লোয়ারে হাওয়া দিলে সব ধুলো উড়ে যায়।
-------------- রাতঃ ০৯ঃ৫১ মিনিট

০৪.
যার কাছে মাগবে আজ করুণা সে-ইতো দিল করোনা!
বিশ্বাস ভেঙ্গেই গেলে একবার বিশ্বাস করতে বলো না।
-------------- রাতঃ ১০ঃ১৬ মিনিট

০৫.
প্রতি একশ' বছরে একবার আসে সবার জানা,
তবু বেপরোয়া জীবন যাপন কেউ শুনে না মানা!
-------------- রাতঃ ১০ঃ২০ মিনিট

০৬.
নাইট ক্লাব, ক্যাসিনো, মদের বার, ব্যালী ড্যান্সের আসর,
এগুলো কি এখনো সত্যি গোপনে কোথাও চলছে!
হয়তো বা, কিম্বা না, কে জানে অতটা গোপন বণিতা খবর?
বাঙ্গালী মহামারীর চেয়েও শক্তিশালী নিন্দুকেরা বলছে।
-------------- রাতঃ ১০ঃ২৫ মিনিট

০৭.
পাপিয়ারা পিউ পিউ ডাকে আজও রাত্রি একটুখানি গভীর হলে,
অদ্ভুত আঁধারে চোখ ধাধানো রুই-কাতলা সাঁতরায় যোনিজলে।
-------------- রাতঃ ১০ঃ২৮ মিনিট

০৮.
একবার ডাক দিয়ে এ কেমন লুকোচুরি খেলো,
হাত নেড়ে চোখ ইশারায় কি গোপন কথা বলো!
-------------- রাতঃ ১০ঃ৩০ মিনিট

০৯.
গভীর রাতে একটানা কুকুর কাঁদলে বুক ধড়ফড় করে,
'হাজেরা' বুজি বলত আলাই-বালাই মানুষও নাকি মরে!
-------------- রাতঃ ১০ঃ৩২ মিনিট

১০.
ট্রাক ছুটে যায় রাস্তা কাঁপিয়ে দূরের যাত্রায় রাস্তা মাপে,
করোনা'র ভয়ে আতঙ্কিত মন উনিশ-বিশেই বুক কাঁপে!
-------------- রাতঃ ১০ঃ৩৪ মিনিট
১৪/১২/১৪২৬, ২৮/০৩/২০২০, শনিবার, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.