এক মোহনীয় শক্তি আছে ও আত্মায়
যা শুধু উজানে টানে
মানে কিবা অভিমানে
নিরবে নিরালে কত রহস্যে ভাবায়!
কেউতো বুঝে না নিজেরে আড়ালে রাখে-
কলঙ্কের সব কালি নিজে গায়ে মাখে!
-------------- -------------- -------------- ------------
২১/১১/২০১৯, বৃহস্পতিবার, সকালঃ১১ঃ০৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.