(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন)
।
বাড়ীর পাশেই দেবদারুর চূড়া ছাড়িয়ে এত বড় চাঁদ!
গোটা আকাশ আলোকিত করে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে জ্যোৎস্না,
কখনো গনগনে সূর্যের মত নিঃশেষে পুড়িয়ে দিয়েছে,
সব আবর্জনা, দেশদ্রোহী চক্রান্তের গভীরে প্রোথিত শিকড়, পরাধীনতার গ্লানি।
৪৭, ৫২, ৭১, বিপ্লবের সুতোয় কয়েকটি গিট মাত্র,
এক এক করে নিপুণ হাতে কৌশলে খুলে দেখিয়ে দিয়েছে নৈপুণ্য।
আহা! কী বজ্রকন্ঠ; হুঙ্কারে কাঁপিয়েছে শত্রুর বুক,
লোভ আর লালসার উর্ধ্বে নিজেকে করেছে আসীন জনতার হৃদয়ে।
তাঁর তর্জনী ইঙ্গিতে পাগলপারা সারা বাংলাদেশ,
সাড়ে সাত কোটি মানুষের উদ্ধত হাত গুড়িয়ে দিয়েছে শত্রুর কাফেলা।
বহিঃশত্রুর বুকে কামান দাগিয়েছে এই বাঙালি,
কবর থেকে ফিরিয়ে এনেছে তাকে অসীম ভালোবাসা আর শ্রদ্ধায় জড়িয়ে।
আড়পাড়া, টুঙ্গিপাড়া, মাঝখানে ছোট্ট গোপালগঞ্জ,
সারা বাংলার প্রাণ স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধাভাজন রাখাল রাজা,
জন্মেছেন এই মাটিতে; বেড়ে ওঠাও এই নদী-নালা, খাল-বিল,
পুকুরপাড়, গাছের ছায়া মাটি-কাদা, আলো বাতাস আর মানুষের মায়া মমতায়।
বিশ্বব্যাপী যুগশ্রেষ্ঠ ক্ষণজন্মা দূরদর্শী বিপ্লবী নেতা,
নেলসন ম্যাণ্ডেলা, ফিদেল কাস্ত্রকেও ছাপিয়ে স্বীকৃত বিশ্ববরেণ্য এক নাম,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
২৬শে মার্চ যার বলিষ্ঠ হাতে সর্বপ্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা।
তারপর ক্রমাগত বদলাতে থাকে ইতিহাস!
নয় মাস সংগ্রামের পর বিজয়; রক্তঝরা-সম্ভ্রমহারা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা -
শোকে মুহ্যমান নিপীড়িত জাতি ও জনতা,
নিজেদের গুছিয়ে নেবার আগেই, কলঙ্কিত বিভৎস ১৫ই আগষ্ট!
বিশ্বাসঘাতক কতিপয় নপুংসক কুখ্যাত সৈনিক,
পবিত্র বুকের রক্তে ভিজাল ৩২ নম্বরের সিঁড়ি, সাদা পাঞ্জাবী, চেক লুঙ্গি!
স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বাকরুদ্ধ, পড়ে রইলেন নিথর নিস্তব্ধ,
আজও গুলির শব্দ, শিশু রাসেলের চীৎকার ৩২ নম্বর বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হয়।
নবাব থেকে মুজিব বাংলার চলমান রাজনীতি,
হত্যার চোরাগলি দিয়ে আলো আঁধারিতে যেন কানামাছি খেলছে।
মীরজাফর আর রাজাকারখ্যাত কুচক্রীমহল,
আজও সক্রিয় অবস্থানে বীজ বুনে যাচ্ছে স্বাধীনতা বিরোধী প্রজন্মের।
ওই দ্বিধাহীন ঠোঁটের শপথ নিয়ে বলছি,
এই কপালে যার স্পর্শ লেগে আছে; জাতির পিতার আদর্শে যারা বিশ্বাসী,
নীতিতে অটল জাগ্রত প্রহরী, আসুন সমবেত শক্তিতে-
রুখে দিই অপশক্তির কক্ষপথ; আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ হোক নিরাপদ আশ্রয়স্থল।
-------------- -------------- --------------
২৭/০১/২০২০, সোমবার, বিকালঃ০৪ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.