০১.
প্রতারণার
স্বর্গরাজ্য অন্তরে
মুখে মিষ্টতা!
।
০২.
বিষ জেনেও
আকন্ঠ পান করি
তার ছলনা!
।
০৩.
পথ দেখাতে
এলেই যদি, কেন
পথ হারাও!
।
০৪.
একটু তেতো
হোকনা ভাষ্য, চাকে
থাকুক মধু।
।
০৫.
সময় হলে,
দেখব ঠিক দেখো
পথের বাঁকে।
।
০৬.
কৃতজ্ঞতাই
বুঝায় ব্যক্তিগত
শ্রেণী বিন্যাস।
।
০৭.
পর পুজারী
হয়েও থাকি যদি
ওতেই খুশী।
।
০৮.
মুখের গ্রাস
নাওনা কেড়ে যত
লাভ কী হবে!
।
০৯.
অনেক কথা
বলার থাকে, শেষে
হয় না বলা।
।
১০.
যুদ্ধে যাবার
প্রস্তুতি নেই ঠিক
যুদ্ধ বাধে না!
---------------------- -----
৪ঠা আগষ্ট ২০২০, ২০শে শ্রাবন ১৪২৭, মঙ্গলবার, রাতঃ১০ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.