০১.
করোনাও কি
পক্ষপাতিত্ব করে
ত্রাণ চোরের!
।
০২.
চাল চোরেরা
করোনায় মরুক
অভিসম্পাত!
।
০৩.
ত্রাণের চাল,
ডাল, তেল, সাবান
চুরিও হয়!
।
০৪.
আহা জননী
জন্মভূমি স্বদেশ
কত সইবে!
।
০৫.
একবার তো
নড়ে ওঠো, হোকনা
ভূমিকম্পন!
।
০৬.
এখনো দেখ
কতনা সাজগোজ
মৃত্যু দুয়ারে!
।
০৭.
বুকের মধ্যে
দানা বাঁধা ভয়েরা
কাঁপায় রাতে।
।
০৮.
গভীর রাতে
ভয়েরা বিছানাতে
আলো-আঁধারে!
।
০৯.
করোনা কণ্যা
বাণিজ্যিক চুম্বনে
বংশ বিস্তারে।
।
১০.
পার্কের বেঞ্চে
বাদামের খোসায়
প্রেমের ছোঁয়া।
-------------- --------------
০৮/০৪/২০২০, ২৫/১২/১৪২৬, বুধবার, বিকালঃ০৫ঃ১৯ মিনিট (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.