০১.
খুব সকালে
কাজল টানা চোখ
মিষ্টি তাকায়।
।
০২.
বৃষ্টি নামলে
কি যেন হয়ে যায়
সবই ভিজে।
।
০৩.
ওড়না উড়ে
বালিকা বেলী হাতে
অপেক্ষা করে।
।
০৪.
দু'টোই সাপ
পাশাপাশি চলতে
ফোঁস করে না।
।
০৫.
দু'টো কুকুর
ঘেউ ঘেউ করেও
ভীষণ বন্ধু।
।
০৬.
কাক কোকিল
শত্রু নয় আদরে
অন্যকে পালে।
।
০৭.
জামের ডালে
ঝুলে আছে দুঃখিনী
সমাজ চুপ।
।
০৮.
দারোগা বাবু
থানাতেই রাতটা
করলো চুরি।
।
০৯.
এমন কাল
বিশ্বাস কাকে করি
বিষাক্ত দাঁত।
।
১০.
হাত বা চোখ
ইশারায় আনন্দ
ওরা বলেছে।
-------------- --------------
২২/৬/২০১৯, শনিবার, সকালঃ০৯ঃ৪৫ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.