০১.
খুব সকালে
কাজল টানা চোখ
মিষ্টি তাকায়।

০২.
বৃষ্টি নামলে
কি যেন হয়ে যায়
সবই ভিজে।

০৩.
ওড়না উড়ে
বালিকা বেলী হাতে
অপেক্ষা করে।

০৪.
দু'টোই সাপ
পাশাপাশি চলতে
ফোঁস করে না।

০৫.
দু'টো কুকুর
ঘেউ ঘেউ করেও
ভীষণ বন্ধু।

০৬.
কাক কোকিল
শত্রু নয় আদরে
অন্যকে পালে।

০৭.
জামের ডালে
ঝুলে আছে দুঃখিনী
সমাজ চুপ।

০৮.
দারোগা বাবু
থানাতেই রাতটা
করলো চুরি।

০৯.
এমন কাল
বিশ্বাস কাকে করি
বিষাক্ত দাঁত।

১০.
হাত বা চোখ
ইশারায় আনন্দ
ওরা বলেছে।
-------------- --------------
২২/৬/২০১৯, শনিবার, সকালঃ০৯ঃ৪৫ মিনিট,  (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.