০১.
পা চাটা কুকুরে ভরে গেছে দেশ,
সিন্নীর থালা নয়; আজ
নিতম্বে চাবুক মারার সময় এসে গেছে।

০২.
'কাদো বাঙ্গালী কাঁদো'
এখন বাঙ্গালী আর কাঁদে না
খিঁচুড়ী খেয়ে মঞ্চে নর্তকী নাচায়।

০৩.
১৫ই আগষ্ট শোক না কি সুখ!
যাদের মনে প্রকাশ্যে বা  অপ্রকাশ্যে সুখ জোয়ার বয়
অনতিবিলম্বে বিতাড়িত হোক এই সোনার বাংলা থেকে।

০৪.
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধের দুর্গ নয়, এখন গড়ে উঠেছে সিদ্ধির আখড়া,
বেশ্যার দালাল আর জালিয়াতি মতলববাজে ছেয়ে গেছে দেশ।

০৫.
কৈফিয়ত চাইছ? তবে আগেই অন্যকে কেন?
নিজের বুকে হাত রাখো, আত্মা কি বলে!
কতোটা নির্দোষ নিষ্কলুষ পবিত্র  তুমি নিজেই।

০৬.
মঞ্চ কাঁপানো বক্তৃতা নয়,
কাজের হিসেব করুন, কি করেছেন, কি বাকি?
রাজার নীতিই রাজনীতি; চোর লম্পট বাটপারের নয়।

০৭.
পা চাটবেন ভালো কথা;
দূষিত রক্তস্রোতেও দুধেভাতে বেঁচেবর্তে থাকার ফন্দি
চুরি-চামারি জালিয়াতি লাম্পট্য করে কেন বীরের মত বাঁচুন!

০৮.
লঙ্কায় এলেই রাবণ হতে চান কেন?
ওখানেতো অন্যেরাও থাকে, পাড়া-প্রতিবেশী, জ্ঞানীগুণী
ক্ষমতার অপব্যবহার স্বয়ং স্রষ্টাও সইতে পারেন না।

০৯.
স্রষ্টার ক্ষমতায় ভাগ বসাতে গেলেই,
ধেয়ে আসে করোনা, ঝড়-ঝঞ্ছা ঘূর্ণি নিম্নচাপ,
নিজের ক্ষমতা বুঝে সীমানা মেনেই চলা উত্তম।

১০.
১৫ই আগষ্ট শোকের দিন; আনন্দের নয়-
জনসম্মুখে ভুলভাল বক্তৃতা ঝেড়ে আড়ালে বোতলে চুমুক,
পাঁচতারায় নাকুউঁচু নর্তকী বা বেশ্যার সাথে নৈশভোজ কোন শোক প্রকাশ নয়!
------------------- ---------------------
১৫ই আগষ্ট ২০২০, ৩১শে শ্রাবন ১৪২৭, শনিবার, সকালঃ১১ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.