০১.
পা চাটা কুকুরে ভরে গেছে দেশ,
সিন্নীর থালা নয়; আজ
নিতম্বে চাবুক মারার সময় এসে গেছে।
।
০২.
'কাদো বাঙ্গালী কাঁদো'
এখন বাঙ্গালী আর কাঁদে না
খিঁচুড়ী খেয়ে মঞ্চে নর্তকী নাচায়।
।
০৩.
১৫ই আগষ্ট শোক না কি সুখ!
যাদের মনে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সুখ জোয়ার বয়
অনতিবিলম্বে বিতাড়িত হোক এই সোনার বাংলা থেকে।
।
০৪.
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধের দুর্গ নয়, এখন গড়ে উঠেছে সিদ্ধির আখড়া,
বেশ্যার দালাল আর জালিয়াতি মতলববাজে ছেয়ে গেছে দেশ।
।
০৫.
কৈফিয়ত চাইছ? তবে আগেই অন্যকে কেন?
নিজের বুকে হাত রাখো, আত্মা কি বলে!
কতোটা নির্দোষ নিষ্কলুষ পবিত্র তুমি নিজেই।
।
০৬.
মঞ্চ কাঁপানো বক্তৃতা নয়,
কাজের হিসেব করুন, কি করেছেন, কি বাকি?
রাজার নীতিই রাজনীতি; চোর লম্পট বাটপারের নয়।
।
০৭.
পা চাটবেন ভালো কথা;
দূষিত রক্তস্রোতেও দুধেভাতে বেঁচেবর্তে থাকার ফন্দি
চুরি-চামারি জালিয়াতি লাম্পট্য করে কেন বীরের মত বাঁচুন!
।
০৮.
লঙ্কায় এলেই রাবণ হতে চান কেন?
ওখানেতো অন্যেরাও থাকে, পাড়া-প্রতিবেশী, জ্ঞানীগুণী
ক্ষমতার অপব্যবহার স্বয়ং স্রষ্টাও সইতে পারেন না।
।
০৯.
স্রষ্টার ক্ষমতায় ভাগ বসাতে গেলেই,
ধেয়ে আসে করোনা, ঝড়-ঝঞ্ছা ঘূর্ণি নিম্নচাপ,
নিজের ক্ষমতা বুঝে সীমানা মেনেই চলা উত্তম।
।
১০.
১৫ই আগষ্ট শোকের দিন; আনন্দের নয়-
জনসম্মুখে ভুলভাল বক্তৃতা ঝেড়ে আড়ালে বোতলে চুমুক,
পাঁচতারায় নাকুউঁচু নর্তকী বা বেশ্যার সাথে নৈশভোজ কোন শোক প্রকাশ নয়!
------------------- ---------------------
১৫ই আগষ্ট ২০২০, ৩১শে শ্রাবন ১৪২৭, শনিবার, সকালঃ১১ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.