০১.
বাঁদরকে বেশী ভালোবাসা দিলে সুযোগ বুঝেই
ঘাড়ে বসে কান মলে দেয়।
মানুষকে বেশী ভালোবাসা দিলে কলিজায় আঘাত করে।
।
০২.
যে প্রেম বা ভালোবাসা
ব্যক্তিস্বাধীনতা হরণ করে
তার মুখে শুধুই একদলা থু।
।
০৩.
প্রতিটি জিন্দাবাদই
স্বার্থবাদের প্রকট প্রতিধ্বনি,
দিতে ও পেতে অন্তর থেকে অনাগ্রহী।
।
০৪.
টাকা দিয়ে
নির্মলেন্দু গুণ হওয়া যায় না
গুণ থাকতে হয়।
।
০৫.
জাগালে জাগাও; রাগাও কেন!
মধু না হয় নাইবা দিলে থাকুক চাকে,
একদিন লম্পট পিঁপড়েরা খেয়েই যাবে।
।
০৬.
চাটুকারিতা আমার রক্তে নাই,
না, থাকবে না আমার প্রজন্মের রক্তে।
দূরত্বটা মানবিক বোধ থেকেই তৈরী হবে।
।
০৭.
যে দেশে রাজনীতির সুস্থ চর্চা হয় না,
সে দেশে রাজনীতিবিদ-
সৎ, মহৎ, সুস্থ মানসিকতার হয় কিভাবে!
।
০৮.
জীবন চলার পথ পৃথক হলে,
মনের দূরত্ব বাড়তে বাধ্য।
মধু জমে চিনি হলে গুণাগুণও বদলে যায়।
।
০৯.
নেট যন্ত্রনায় প্রেমিকাও পালায়।
টিপাটিপি বন্ধ হলে অধুনা প্রেমও জমে না,
বীজ না হলে যেমন দুধও ভালো দই হতে চায় না।
।
১০.
পাপড়ি খুলেছ যখন
দু'ফোঁটা মধু না হয় দিলেই এ তৃষিত ঠোঁটে,
ভ্রমর হব ডাকলে ইশারায়।
------------------ --------------
১০ই আগষ্ট ২০২০, ২৬শে শ্রাবন ১৪২৭, সোমবার, সকালঃ০১ঃ০৮ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.