০১.
মিথ্যে কেন বলিস!
বল না খুলে,- বুকের মধ্য নদী কেমন ঢেউ তুলে যায়,
সকাল-বিকাল জোয়ার-ভাটায় প্রেম কিম্বা ভালোবাসায়!
।
০২.
আশায় আশায় রাখলি শুধু,
আসা যে তোর হলো না; গোপন কথা রইল গোপন-
বুকের মধ্যে ব্যথার পাহাড় ফাগুনেও তা গললো না!
।
০৩.
শর্ষে ক্ষেতের আল মাড়িয়ে
যতই সাবধান হোস না কেন! হলুদ রেণু লাগবে গায়ে।
প্রেম কাঁটাতো ভীষণ রসিক জড়িয়ে থাকে উত্তরীয়ে।
।
০৪.
বেণীর ডগায় মুড়িয়ে ফিতে,
মা বেঁধে দেন লাল-নীল-হলুদ রঙের বাহারী ফুল,
দুলিয়ে বেণী ও হরিণী হারাস কেন জাতের কুল!
।
০৫.
আকাশ গাঙ্গে চাঁদের সাম্পান
তারার ফুলে সাজিয়ে নিয়ে পরীর মেয়ের অভিসারে,
কোন সে কুমার হাতছানি দেয় ইশারাতে ফুল বাসরে!
।
০৬.
ডালিম লালে ছুঁয়ালে ঠোঁট কষ্ট বাড়ে,
সত্যিই কি কষ্ট বাড়ে!
নাকি কষ্টগুলো নষ্ট হয়ে সুখের সুধা চুঁইয়ে পড়ে।
।
০৭.
ওসব বাজে বক বক; কাজের কথা নয় মোটেই
ভালোবাসার রং-রস-সুধা ক'জন বুঝে তাই বলতো!
শরীর খুঁড়লে রক্ত ঝরে; চুমুর লালায় সঞ্জিবনী।
।
০৮.
আলিঙ্গনে বাঁধলে বুকে হৃদয় করে চনমন,
আয়ুর লতা দীর্ঘতর হয় চিকিৎসাবিজ্ঞানে তাই বলে।
নর-নারী নয় বিচ্ছিন্ন একে অন্যের সম্পূরক।
।
০৯.
নর বলো নারী বলো কেউ কাউকে ছেড়ে নয়,
অসম্পূর্ণ জীবন-যৌবন মিলনে তা পূর্ণতা পায়।
মিথ্যে নয় তা, সেই রহস্য স্রষ্টাই জানে সব'চে ভালো।
।
১০.
রাত্রি নামলে চাঁদের বুকে চাঁদ ঝিমায়,
ছলাৎছলাৎ জোয়ারজলে ক্লান্তি ধুয়ে
আলিঙ্গনে শক্তি জোগায় নতুন করে পথচলায়।
--------------------- ---------------------
২৯শে জুলাই ২০২০, ১৪ই শ্রাবন ১৪২৭, বুধবার, রাতঃ১১ঃ০৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibitedd.