০১.
জেগেইতো থাকি
অথচ জানতে পারি না-
কখন আসো, কখন যাও!

০২.
একবার ডাক দিলে
বার বার কান পাতি-
অথচ বুঝি না কোন নামে ডাকো!

০৩.
প্রেম শিখালে, ভালোবাসাও
এত দহন জ্বালা লুকানো ওতে
তাতো বললে না ভুল করেও কোনদিন!

০৪.
শ্রাবনের বাদল, না চোখের জল
বুঝতে পারি না কিছুই
শুধু দেখি কাজল ধোয়া কালিমা!

০৫.
যে প্রজাপতি গোলাপে বসে
তাকেই আবার দেখি
ধুতুরা, আকন্দের বুকে মধু খোঁজে!

০৬.
মরা নদীতে রুই-কাতলা থাকে না
কেবল চুনোপুঁটি কিলবিল করে
কাদাজলে; মরাল ফিরে যায় অভিমানে।

০৭.
যমুনার কুলে বাঁশি বাজলে
কেবলই কৃষ্ণের কথা মনে পড়ে
বুকপোড়া প্রেমজ্বালা নিয়ে ঘর ছাড়ে রাঁধা।

০৮.
আহা! এমন করে কেন ডাকো অবেলা!
ভুল করে নিজেরই হাত গুঁজে দেই গনগনে উনোনে
জ্বলে পুড়ে যায় অন্তর কেন বুঝতে চাও না?

০৯.
এমন গহন নিশিতে যদি নাড়লে মনের কড়া,
দুয়ার খুলে কেন পাই না দেখা,
ঘুম ভাঙ্গিয়ে কেন চাঁদ হও বলো দূরের আকাশে!

১০.
ফুল কি লিখে রাখে কত প্রজাপতি তার বুকে বসে!
কত ভ্রমর ডুবে মরে মধু-নহরে,
সে কি কখনো জানে সন্ধ্যায় ফুটে সকালেই যাবে ঝরে!
---------------------- -------------------
২২শে জুলাই ২০২০, ৭ই শ্রাবন ১৪২৭, বুধবার, দুপুরঃ০২ঃ০৫ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.