০১.
জেগেইতো থাকি
অথচ জানতে পারি না-
কখন আসো, কখন যাও!
।
০২.
একবার ডাক দিলে
বার বার কান পাতি-
অথচ বুঝি না কোন নামে ডাকো!
।
০৩.
প্রেম শিখালে, ভালোবাসাও
এত দহন জ্বালা লুকানো ওতে
তাতো বললে না ভুল করেও কোনদিন!
।
০৪.
শ্রাবনের বাদল, না চোখের জল
বুঝতে পারি না কিছুই
শুধু দেখি কাজল ধোয়া কালিমা!
।
০৫.
যে প্রজাপতি গোলাপে বসে
তাকেই আবার দেখি
ধুতুরা, আকন্দের বুকে মধু খোঁজে!
।
০৬.
মরা নদীতে রুই-কাতলা থাকে না
কেবল চুনোপুঁটি কিলবিল করে
কাদাজলে; মরাল ফিরে যায় অভিমানে।
।
০৭.
যমুনার কুলে বাঁশি বাজলে
কেবলই কৃষ্ণের কথা মনে পড়ে
বুকপোড়া প্রেমজ্বালা নিয়ে ঘর ছাড়ে রাঁধা।
।
০৮.
আহা! এমন করে কেন ডাকো অবেলা!
ভুল করে নিজেরই হাত গুঁজে দেই গনগনে উনোনে
জ্বলে পুড়ে যায় অন্তর কেন বুঝতে চাও না?
।
০৯.
এমন গহন নিশিতে যদি নাড়লে মনের কড়া,
দুয়ার খুলে কেন পাই না দেখা,
ঘুম ভাঙ্গিয়ে কেন চাঁদ হও বলো দূরের আকাশে!
।
১০.
ফুল কি লিখে রাখে কত প্রজাপতি তার বুকে বসে!
কত ভ্রমর ডুবে মরে মধু-নহরে,
সে কি কখনো জানে সন্ধ্যায় ফুটে সকালেই যাবে ঝরে!
---------------------- -------------------
২২শে জুলাই ২০২০, ৭ই শ্রাবন ১৪২৭, বুধবার, দুপুরঃ০২ঃ০৫ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.