০১.
কুকুর কাউকে কামড়াচ্ছে না তবু তাকে মারা হচ্ছে।
ধর্ষক মা-বোন-মেয়েকে ন্যাংটো করেও
বুক ফুলিয়ে বহাল তবিয়তে হেসেখেলে বেঁচে থাকছে!
।
০২.
ভালোবাসায় রাঙালে না মোরে শুধু এই অবেলা,
রাঙাতে চাও রঙিন কলমে-
এ রঙ যেন মাখিয়ে দিলে হৃদয়ের গহীন মরমে।
।
০৩.
কুকুর নিধন বন্ধ করে,
এ দেশ থেকে -
ধর্ষক নিধন শুরু হোক।
।
০৪.
এ জীবনে তেল মালিশ আর চামচামি শিখতে পারলাম না।
ঠোঁট কাটা বলে পরিচিত সদর-অন্দর সব মহলে।
ভুল কিছু করলাম কি!!
।
০৫.
বিষ ঢেলো না ঠোঁটে,
একটু তৃষ্ণা পেলেইতো ছুটে আসি
পদ্মফোটা পুকুরে।
।
০৬.
চোখ দিয়ে ডাকো হাত ইশারায়,
মুখে কিছু বলো না, শধুই মুচকি হাসি
হাত, পা, চোখ সর্বাঙ্গের ভাষাই বুঝি।
।
০৭.
বুকের ভাজে লুকাও ব্যথা, শাড়ীর আঁচলে ঢাকো কি!
দুহাত বাড়িয়ে ডাকলে কাছে,
একলা কেন দৌড়ে পালাও চোখের আড়ালে থাকো।
।
০৮.
ডুবুরী নই কেমন করে ডূব দেব ওই বুকের অথৈ সমুদ্রে,
মুক্তো-মাণিক, শঙ্খ-ঝিনুক পাই না নাগালে,
হাত পাতি না বুক পেতে রই একটু যদি ভালোবাসা পাই।
।
০৯.
একটা ডায়রী পুড়িয়েই দিয়েছ ব্রেক-আপের পরে,
গোপন কথা রয় না গোপন ইথার ভরে ভাসে।
অন্যটাতো চাইলে দিতে সে কথা কি মনে আছে?
।
১০.
বিদ্যুৎ চলে গেলেই অন্ধকারে সেকি উদারতা!
সার্টের বোতাম, ব্রা'র হুক সব খুলে দাও মুক্তাঙ্গিনী-
ভেবেছি, পরের জন্মে কালো কুচকুচে অন্ধকারই হবো।
-------------------- ------------------------
২৮শে সেপ্টেম্বর ২০২০, ১৩ই আশ্বিন ১৪২৭, ৯ই সফর ১৪৪২, সোমবার, রাতঃ০৭ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.