০১.
কতোটা অবসাদে ভুগলে তাকে জীবন্মৃত বলা যায়?
সকাল থেকে এই একটি কথাই,
লাল পিঁপড়ের মতো বুকের মধ্যে শুধু কামড় দিচ্ছে।
।
০২.
অতোটা দূরে কেন থাকো চাঁদ!
একটু না হয় নেমে এসো বুকের কাছে, সুখালিঙ্গনে
শেষবার পাতি প্রেমের ফাঁদ।
।
০৩.
ঝরা ফুল কুড়াতে যাব কেন?
শাখায় শাখায় তাজা ফুল অবিরাম ডাকে ঈশারায়
মিষ্টি সুবাসে ভূবন মাতায়!
।
০৪.
আয় একবার বুকে ধরি; খুলে যাক কাঁচলবেণী বন্ধন,
মরি যদি এভাবেই মরি-
ভালোবাসায় অমলিন হোক প্রেমময় প্রতিক্ষীত মৃত্যু!
।
০৫.
ঘোমটাহীন আয় ফর্সা রাতে শর্ষে ক্ষেতের শিশির মাড়িয়ে,
দূয়ার খুলে থাকব বসে প্রতিক্ষায়-
জানবে না কেউ নিবিড় টানে এই গোপন অভিসার।
।
০৬.
আবার জন্ম পেলে ঝির ঝির হাওয়া হয়ে দেখিস
দক্ষিণ জানালার ফাঁকে ছুঁয়ে যাবো কোমল কলি,
স্বপনে এসে ভাঙ্গাব ঘুম আদর সোহাগ শিহরণে!
।
০৭.
যদি মনে পড়ে, পড়েই যদি মনে খুব নিরালায় অবসরে,
অস্ফুটস্বরে ডাক দিও চোখ বুঁজে মনে মনে-
কাছেই পাবে, খুব অনুভবে পাঁজরপ্রাচীরে বুকের মধ্যে।
।
০৮.
যাইনিতো ছেড়ে, না ভুলেও না; কি করে ভুলা যায় সব
পাতারা ঝরে গেলে নতুন গজায়
গাছ কি ভুলতে পারে প্রথম জীবনের প্রেম, পুরাতন ব্যথা!
।
০৯.
বুকের মধ্যে জখম রেখে হাসি ফুটে না ঠোঁটে,
তাই বুঝি রাঙ্গাও শুকনো ঠোঁট বিচিত্র বর্ণে!
ব্যথার বর্ণমালা ঢেকে রাখো কালো কাজলে।
।
১০.
মনে কি পড়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেছিলে,
'একি নিজের কথা এমন করে বললে!'
না, সে ছিল সবার কথা, ব্যপ্তিতে বিশ্বাস; ভগ্নাংশে নয়।
--------------------- -----------------
৮ই জুলাই ২০২০, ২৪শে আষাঢ় ১৪২৭, বুধবার, দুপুরঃ০২ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.