০১.
বাসন্তী জ্যোৎস্নায় স্নান সেরেছি আনন্দময়,
আর কিছু বলবার নয় -
নতুন প্রাণের প্রভা ওই দূর দিগন্ত ছুঁয়ে যায়।
।
০২.
এমন মরণ কামড়ই যদি দিবে বুকের পাঁজরে
কেন তবে ফিরে ফিরে চাও
কোন মায়ার টান টানে কলিজায় মোচড় দিয়ে!
।
০৩.
একবার জোয়ারে ভাসাও আবার ভাটায় শুকাও
মৃগনাভি শুকালে কস্তূরীঘ্রাণে
অমোঘ আকর্ষণে হৃদয় নিয়ে খেলা করে অনুক্ষণ।
।
০৪.
কান্নার জল শুকিয়ে গেলে বুকটা পাথর হয়ে যায়
পাথরে দূর্বা গজালে বিস্ময়ে
ভাবি যে কতটা ভালোবাসায় পাথর বুক পেতে দেয়!
।
০৫.
উপত্যকায় সাঁতার কাটতে কত আয়োজন সারাবেলা,
এ এক মন নিয়ে মনের খেলা-
বুঝতে বুঝতে বুঝা হয় না কেটে যায় জীবনের বেলা।
।
০৬.
পাহাড়ে উঠতে মই লাগে না পাহাড়েরই গা বেয়ে বেয়ে
সাহসী পর্বতারোহী উঠে পড়ে।
কোন দিন পর্বতারোহী হতে পারলাম না সাহসী যদিও!
।
০৭.
চিবুক ছুঁতে ছুঁতে ঠোঁটের কাছাকাছি আর একটু গিয়ে
লালমাটির সরু বাঁক ধরে আরো কিছু দূর,
আহা সীমান্ত, দিগ দিগন্ত শিমুল রাঙা লজ্জা ছড়ানো।
।
০৮.
প্রকাশ্যে না এলে গোপন ভালোবাসা শুধুই পোড়ায়,
পুড়ে যায় ইচ্ছের ঘর-বাড়ী স্বপ্নের বারান্দা
কাক চিল শকুন উড়ে উড়ে পোড়া মনেই ভীড় করে।
।
০৯.
একবার ছুঁয়ে দেখো এই বুকের জমিন কতটা উর্বরতা,
স্বপ্নের বীজ আর নোনা জলে
এখানেও মৌসুমী ফসল ফলে; প্রেম আর ভালোবাসায়।
।
১০.
কবিতার ওড়নায় মুখ মুছেছি ঘাম নয় অশ্রু লেগে আছে
চাঁদের জোছনায় স্নান সেরে নিয়ে
কবিতার বুকেই অবকাশ কাটাই বর্ণমালায় মালা গেঁথে।
--------------- ----------------------
১৫ই নভেম্ববর ২০২০, ৩০শে কার্ত্তিক ১৪২৭, ২৮শে রবিউল আউয়াল ১৪৪২, রবিবার, রাতঃ১১ঃ৫৭ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.