০১.
বাসন্তী জ্যোৎস্নায় স্নান সেরেছি আনন্দময়,
আর কিছু বলবার নয় -
নতুন প্রাণের প্রভা ওই দূর দিগন্ত ছুঁয়ে যায়।

০২.
এমন মরণ কামড়ই যদি দিবে বুকের পাঁজরে
কেন তবে ফিরে ফিরে চাও
কোন মায়ার টান টানে কলিজায় মোচড় দিয়ে!

০৩.
একবার জোয়ারে ভাসাও আবার ভাটায় শুকাও
মৃগনাভি শুকালে কস্তূরীঘ্রাণে
অমোঘ আকর্ষণে হৃদয় নিয়ে খেলা করে অনুক্ষণ।

০৪.
কান্নার জল শুকিয়ে গেলে বুকটা পাথর হয়ে যায়
পাথরে দূর্বা গজালে বিস্ময়ে
ভাবি যে কতটা ভালোবাসায় পাথর বুক পেতে দেয়!

০৫.
উপত্যকায় সাঁতার কাটতে কত আয়োজন সারাবেলা,
এ এক মন নিয়ে মনের খেলা-
বুঝতে বুঝতে বুঝা হয় না কেটে যায় জীবনের বেলা।

০৬.
পাহাড়ে উঠতে মই লাগে না পাহাড়েরই গা বেয়ে বেয়ে
সাহসী পর্বতারোহী উঠে পড়ে।
কোন দিন পর্বতারোহী হতে পারলাম না সাহসী যদিও!

০৭.
চিবুক ছুঁতে ছুঁতে ঠোঁটের কাছাকাছি আর একটু গিয়ে
লালমাটির সরু বাঁক ধরে আরো কিছু দূর,
আহা সীমান্ত, দিগ দিগন্ত শিমুল রাঙা লজ্জা ছড়ানো।

০৮.
প্রকাশ্যে না এলে গোপন ভালোবাসা শুধুই পোড়ায়,
পুড়ে যায় ইচ্ছের ঘর-বাড়ী স্বপ্নের বারান্দা
কাক চিল শকুন উড়ে উড়ে পোড়া মনেই ভীড় করে।

০৯.
একবার ছুঁয়ে দেখো এই বুকের জমিন কতটা উর্বরতা,
স্বপ্নের বীজ আর নোনা জলে
এখানেও মৌসুমী ফসল ফলে; প্রেম আর ভালোবাসায়।

১০.
কবিতার ওড়নায় মুখ মুছেছি ঘাম নয় অশ্রু লেগে আছে
চাঁদের জোছনায় স্নান সেরে নিয়ে
কবিতার বুকেই অবকাশ কাটাই বর্ণমালায় মালা গেঁথে।
--------------- ----------------------
১৫ই নভেম্ববর ২০২০, ৩০শে কার্ত্তিক ১৪২৭, ২৮শে রবিউল আউয়াল ১৪৪২, রবিবার, রাতঃ১১ঃ৫৭ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.