একবারও কি ডেকেছিলে!
ঠিক মনে নেই; কখন এসে নাড়লে ক'বার কড়া
বন্ধ ছিল দুয়ার তখন ভিতর থেকে খিল আঁটা!
ঠিক মনে নেই ঘুমিয়েছিলাম কিনা!
ভাঙ্গা চুড়ি রক্তমাখা কড়া!
নাকি ওটা স্বপ্নভাঙ্গা তরল আলতার ছোপ ছড়ানো
অভিমানী চাঁদের খেয়ায় ডুবসাঁতারের নীললালিমা
ঠিক মনে নেই কখনো আসলে কিনা!
জলের গ্লাস শিশিবোতল,
ঝনাৎ ঝনাৎ উঠলো কেঁপে নাকি ভুল দেখেছি চোখে
বরাবরই ওই হাসিমুখ চোখের পাতায় কেন জানি ভাসে
অন্ধকারে কে এলো, আসতে পারে কে!
অবন্তিকা ডাকবে বলে সেই যে গেলে মুচকি হাসি দিয়ে,
আর এলে না তবু কেন মনে মনে ভাবি এইযে বুঝি এলে!
---------------- ০ --------------
৩০ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮, শনিবার, সন্ধ্যা:০৭:৩০, যাত্রা পথে, অনাবিল বাসে, কাব্যকুঞ্জ,
(স্বত্ব সংরক্ষিত)