বড্ড ভারী হয়ে গেছে বুকটা বছর বছর বিজয়ের উপহাস দেখতে দেখতে,
এই উপহাস আর দেখব না বলেই
চলে গেলাম অর্জনটুকু বুকে নিয়ে।
সবুজ এই বাংলা বার বার রঞ্জিত হয়ে যাচ্ছে কাকতালীয় প্রহসন রক্ত ধারায়।
।
বত্রিশ আর বুড়ি গঙ্গা ৭৫ থেকে রক্তে ভেজা, শুকালো না যেন আর কোনদিন,
তারামন বন্দুক হাতে নিয়েছিল; দেশ স্বাধীন করতে পতাকা উড়ছে পৎ পৎ।
।
বিজয়ের মাসের প্রথম প্রহরেই তবু বীর প্রতিক তারামন বিবির শেষ নিঃশ্বাস ত্যাগ,
খুব বেশি অভিমানী মুক্তিকামী মন; মানতে পারেনি মর্মান্তিক অসহায়ত্বের বঞ্চনা।
তাই চিরতরে বন্ধন ছিঁড়ে ডানা মেললো খাঁচায় পোষা পালক ছেড়া সূয়াচাঁন পাখী।
চিকণ বাঁশপাতার ফাকে উঁকি দেবে সন্ধের চাঁদ তারামন বিবির বিজয়ের হাসি নিয়ে।
------------ ------------ ------------------
০১/১২/২০১৮, শনিবার, বিকালঃ ০৩ঃ৫৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.