চোখ দেখেই বুঝা যায় মনের কথা,
মুখ না খোলো বুকের বিস্ফোরণ স্বাক্ষী।
প্রেমের সুরমা গলে রহস্যগহ্বরে,
সুতা নলী কেটে যায় সম্পর্ক শিকড়।
।
জীবন মরণ মুখোমুখি দাঁড়ালেও,
নিরেট স্বচ্ছতায় দেখে শ্রেণীবিভেদ।
বিশ্বাসী বাসনায় তবু সাঁতার কাটে,
বিলাসী বিছানায় পাঁচতারা নিবাসে।
।
প্রভাতী আলোয় চোখ জ্বলে যন্ত্রনায়,
রাতের খোয়াব ভাঙ্গে; অসাঢ় শরীরে -
দানা বাধে ভোগ ও বাণিজ্যের তলানি।
কাঁচলের ভাঁজে আসে কড়কড়ে নোট!
।
না বললেও গোপন থাকে না সে সব,
বাতাসে ভেসে আসে কামনার সুঘ্রাণ।
-------------- --------------
২১/০৩/২০১৯, বৃহস্পতিবার, বিকালঃ০৫ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.