থাক থাক প্রণাম করতে হবে না;
বেঁচেবর্তে থাকো দুধেভাতে মা, সৌভাগ্যবতী হও সংসারে ফুলে ফলে
ভগবান সুখে রাখুক সারাজীবন,
মঙ্গল হোক মায়ের সুদৃষ্টিতে; দুগ্গা দুগ্গা! এমনই ছিল মা’র আশীর্বাদ।
সোমেন-সৃজিতা হাত ধরেছিল,
প্রায় বছর পাঁচেক একে অন্যকে চেনা-জানাশুনার পর; ছাদনা তলায়
গাঁটছড়া বেঁধেছিল সাত পাঁকে,
অগ্নিসাক্ষী রেখে চার হাত এক করে দিয়েছিল পাড়ার বর্ষিয়ান পুরোহিত।
কে জানতো ভগবান মোটেই-
তা চায়নি; স্রষ্টার লীলা-খেলা মানুষের বোধগম্য নয়। তারা ভাবে একরকম
বাস্তবে হয়ে যায় অন্য রকম;
তাদের সংসার টিকেনি; সোমেন বিষ খেলো, সৃজিতাও ওড়নায় ফাঁসি নিলো।
স্বর্গের প্রেম স্বর্গে চলে গেলো; ওরা দু’জন কোথায় গেলো কেউ জানে না,
গয়াকাশীতে তাদের পিণ্ডি দেওয়া হলো; মেয়ে তবু মা’কে ডাকে আজও।
------------------ ০ ----------------
৩১ আগষ্ট ২০২২, ১৬ ভাদ্র ১৪২৯, ৩ সফর ১৪৪৩, বুধবার, সকাল:০১:৪৫, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)
** কৃতজ্ঞতা Himadri Barua দাদা; অনেক রাতেও কষ্ট উপেক্ষা করে বিশেষ আলোচনার জন্য।