প্রেম আর শরীর এর ঊর্ধ্বে
কোন প্রাণী কল্পনা করা যায় না।
যারা খুব গর্ব করে, অহঙ্কারী ভাব নিয়ে-
ন্যাকামী করে সবার চেয়ে ভাল সাজতে বলে বেড়ান,
এ সব তারা একেবারেই বোঝেন না,
তাদের জীবনে এমন কিছু স্বপ্নেও কোনদিন ঘটেনি,
তাদেরকে প্রাণী ভাবাটা দুষ্কর; মানুষ তো দূরের কথা!
'উপরে ফিটফাট ভিতরে সদরঘাট'
একটি প্রচলিত কথা আছে, শুনেছি অনেকের মুখে-
খুব তাচ্ছিল্যভরে বলা হয় কাউকে হেয় প্রতিপন্নকল্পে।
সমসাময়িক জীবন নাট্যমঞ্চে,
এমন সুদক্ষ অভিনেতা অভিনেত্রীর আধিক্য প্রবল।
সাধু-শয়তানেরা বার বার ভুলে যায়, 'মুখই মনের আয়না।'
মুখ দেখলে, চোখ দেখলেই অনেকটা পড়া যায় মনের স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ!
--------------------- ---------------------
০৯ই মে ২০২০, ২৬শে বৈশাখ ১৪২৭, শনিবার, সকালঃ০৯ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.