পাহাড়চূড়া ছোঁব বলে,
সেই যে প্রবল ছুটে চলা-
পথ মাড়িয়ে ঘাস পাড়িয়ে পোকামাকড় চীনেজোঁক সাপ-বিচ্ছু, শিয়াল-কুকুর,
সে সব কিছুই তুচ্ছ করে, বৈশাখী ভিজে জমিন চষে বীজ ছড়িয়ে কাজকর্ম সেরে।
তবু কেন দুয়ার এঁটে,
রইলে বসে একা খাটে -
সরিষা তেলে সলতে জ্বেলে কাজল পোড়াও চোখের কালি আড়াল করতে,
মুখের তেতো উগরে দিয়ে নিজেই অবাক ভীষণ ভুলে শুকাও নদী ভাটার টানে।
প্রেমপুরিয়া তালুতে ঘষে,
ফুঁ দিয়ে ওড়াও আবর্জনা -
তার মাঝেই লুকিয়ে থাকে আজীবনের স্বপ্ন সাধের সব বাসনা অতৃপ্ত মনস্কামের ফুলকি,
খুঁচিয়ে বাড়াও তুষের আগুন, নিজে পোড়ো পোড়াও লঙ্কা লাফিয়ে লাফিয়ে অহঙ্কারে।
সেই সে কবের স্বপ্ন ছিল, পাহাড়চূড়া দেখব ছুঁয়ে পোড়া চোখে ফুলকলিদের সোহাগ পেয়ে,
আদরটুকু কানায় কানায় পূর্ণ করে বিলিয়ে দেব পূর্ণিমাতে করব স্নান গোপন অভিসারে ।
--------------------- ---------------------
২৩শে মে ২০২০, ৯ই জ্যৈষ্ঠ ১৪২৭, শনিবার, সকালঃ ০৭ঃ৫৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.