এখন পুকুর পাড়ে, ধান ক্ষেতে, নদীর পাড়ে
মানুষের বিভৎস লাশ পড়ে থাকতে দেখা যায়;
কতো সস্তা হয়ে গেছে মানুষের মৃত্যু ঠিকানা
মানুষ কতোটা নিরাপত্তাহী ভাবা যায়!!!
যার হাতে বন্দুক, টাকা যার পকেটে অগনিত,
যেন সে ঈশ্বর, ঈশ্বরের চেয়ে বেশী ক্ষমতাবান!
ঈশ্বর তারই পায়ের নিচে লুটোপুটি খায়; কাঁদে-
রাজনীতি, পেটনীতি, ধর্মনীতি আলাদা পথে হাঁটে।
এরা কেউ কারো নিয়ম মেনে চলে না, বন্ধু হয় না কারো।
ধর্মবিভাজন সবচেয়ে মারাত্মক মানুষের এ অন্ধ সমাজে!
বিবেক বোধ যখন বিলুপ্ত হয় মানুষ তখন নিজেকে খুব
বড়ো মনে করে; ভাবে তার উপরে কেউ নেই, ঈশ্বরও না।
অন্ধসমাজ আলোকিত করতে সুশিক্ষার কোন বিকল্প নাই,
যে শিক্ষা সন্তান ঘর থেকেই পায়, মা-বাবার কাছেই পায়।
------------------ ০ ----------------
৩ সেপ্টেম্বর ২০২২, ১৯ ভাদ্র ১৪২৯, ৬ সফর ১৪৪৩, শনিবার, দুপুর: ০৩:৪৫, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)
** লেখাটার অংশবিশেষ আগষ্ট ৩১, ২০২২, বিকাল: ০৪:১২ এ পোষ্ট করেছিলাম আজ বাকিটুকু শেষ করতে পেরেছি।