দু’একটা কথা থাকনা বাকি গোপনে,
দূরে গেলে ভুলে গেলে পড়ে যেন মনে-
আহা হলো নাতো বলা গোপন কথাটি,
রয়ে গেল বুকে সেতো ফুল হয়ে ফুটি।
কদম নরোম বুকের গহীনে থাকে,
স্মৃতিগুলি ঢেউ হয়ে হৃদয়ের বাঁকে।
দোলা দেয় ক্ষণে ক্ষণে কোন অবসরে,
কুল ভাঙ্গে কুল গড়ে পরাণ গহ্বরে।
সেইসব কথগুলো আজীবন আর,
হয় না বলা অন্য কাউকে, যাতনার-
জ্বালা যায় না বুঝানো কোন ইঙ্গিতে,
চোখ ভিজে না পাওয়া নীরব সঙ্গীতে।
থাকনা গোপন এমন অনেক কথা,
নীরবে ভিজাতে বালিশ সুখের ব্যথা।
------------------ ০ ----------------
২৫ জুলাই ২০২২, ১০ শ্রাবন ১৪২৯, ২৫ জিলহজ্ব ১৪৪৩, সোমবার, বিকাল: ০২:৩০, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)