রাত'কে দু'ভাগ করে তুলে দেই হাতে,
দু'চোখে হাসি-কান্না
মন কে ভাঙ্গতে পারে!
ওখানে সুজন সোহাগী বসত গড়ে।
।
পানকৌড়ি ডুব দেয় স্বচ্ছজলে; ডাহুক ডাকে
নাক গলে সুখ ঘাম ঝরে পড়ে বুকের উঠোনে।
-------------- -------------- --------------
০৩/০৫/২০১৯, সোমবার, রাতঃ০৯ঃ১৫ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.